ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

খালেদার মুক্তিতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
খালেদার মুক্তিতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে

ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিরোধী দলীয় সাবেক চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক বলেছেন, কারাবন্দি খালেদা জিয়াকে মুক্তির মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে। আমরা সুষ্ঠু আন্দোলন ও আইনি লড়াইয়ের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে চাই।

শনিবার (১০ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে ২০ দলীয় জোটনেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ফারুক এ কথা বলেন।  

তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির মধ্য দিয়েই দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।

দেশে এখন যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তা দূর করতে খালেদা জিয়ার মুক্তি অপরিহার্য। এজন্য আমরা শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে রাজপথে আছি।

বিএনপির সাবেক এ চিফ হুইপ বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার উস্কানি দিচ্ছে। অবস্থার পরিবর্তনে এ মুহূর্তে নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচন প্রয়োজন। সেই নির্বাচনের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন, বিএনপির চেয়ারপারসনের আরেক উপদেষ্টা আব্দুস সালাম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।