ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

২০ দলীয় জোটের বৈঠক বুধবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
২০ দলীয় জোটের বৈঠক বুধবার

ঢাকা: দেশের চলমান পরিস্থিতি ও তিন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা করতে ২০ দলীয় জোটের বৈঠক বুধবার (২০) অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৯ জুন) বিকেলে বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ বাংলানিউজকে জানান, ওদিন বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠকের আয়োজন করা হয়েছে। তবে বৈঠকটি কার সভাপতিত্বে হবে তা জানাতে পারেননি বেলাল আহমেদ।

খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০ দলীয় জোটের সমন্বয়কের দায়িত্ব পালন করছিলেন। পরে একটি বৈঠকে ওই দায়িত্ব দেওয়া হয় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে।

জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে এককভাবে প্রচারণা, রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে এই বৈঠক ডাকা হয়েছে। এছাড়া খালেদা জিয়ার মুক্তির আন্দোলন কর্মসূচি নিয়েও আলোচনা হবে।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।