ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

নেতাকর্মীদের হয়রানির অভিযোগ বিএনপি মেয়র প্রার্থীর 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৩ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
নেতাকর্মীদের হয়রানির অভিযোগ বিএনপি মেয়র প্রার্থীর  সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার। ছবি: বাংলানিউজ

গাজীপুর: বিএনপি নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে দলটির মেয়র প্রার্থী মো. হাসান উদ্দিন সরকার। 

তিনি বলেছেন, পুলিশের গাড়িতে করে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের হয়রানি করছেন। এমনকি নতুন কৌশলে তাদের গ্রেফতার করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে।

ভয়-ভীতি দেখা হচ্ছে।  

রোববার (২৪ জুন) সকালে টঙ্গীতে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মেয়র প্রার্থী হাসান উদ্দিন এসব কথা বলেন।  
 
অভিযোগ করে তিনি বলেন, আমার কর্মী ও নেতাকর্মীদের নতুন কৌশলে গ্রেফতার করা হচ্ছে। তাদের এখান থেকে ধরে নিয়ে নরসিংদী, নারায়ণগঞ্জ কিংবা ঢাকায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। এলাকায় আসতে দেওয়া হচ্ছে না। ভয়-ভীতি দেখানো হচ্ছে। যা ইতোমধ্যে পত্র-পত্রিকাতেও এসেছে।  

এ ধরনের হয়রানি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান হাসান উদ্দিন সরকার।  

তিনি বলেন, নির্বাচনে অংশ নিয়েছি, আছি এবং থাকবো। তবে সরকারের কাছে বলতে চাই আমি নিজেও একজন মুক্তিযোদ্ধা। সরকার মুক্তিযুদ্ধের চেতনায় যে দেশ গড়তে চায়- সুষ্ঠু ও নির্বাচন নির্বাচন দিয়ে তাই প্রমাণ করুক।  

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ও ধানের শীষের প্রার্থীর কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।