ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

উল্লাপাড়ায় পৌরসভার সাবেক মেয়র কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
উল্লাপাড়ায় পৌরসভার সাবেক মেয়র কারাগারে

সিরাজগঞ্জ: নাশকতা ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে দায়ের করা মামলায় সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি বেলাল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম ফাহমিদা কাদের তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুরে নাশকতার একটি মামলায় বিএনপি নেতা বেলাল হোসেন আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচার ফাহমিদা কাদের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।