ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

বিএনপি

‘পুলিশ এখনও নিরপেক্ষ না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
‘পুলিশ এখনও নিরপেক্ষ না’ মনোনয়নপত্র জমা দিচ্ছেন আবদুস সালাম | ছবি: শাকিল আহমেদ

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য পুলিশ এখনও নিরপেক্ষ ভূমিকা পালন করছে না বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। তিনি বলেন, এখনও নেতা-কর্মীদের গণহারে গ্রেফতার করা হচ্ছে, হামলা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে।

বুধবার (২৮ নভেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা-১৩ আসনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া শেষে এসব অভিযোগ করেন আবদুস সালাম।

তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করছে পুলিশ, এখন তারা আমাদের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে।

আবদুস সালাম আরো বলেন, নির্বাচন কমিশনকে বলবো, আজ থেকে অন্তত একটা পরিবেশ তৈরি করুন যাতে একটা অংশেগ্রহণমূলক নির্বাচন হয়। জনগণ যাতে অংশ নিতে পারে, তাদের যেন ভয়ভীতি না দেখানো হয়। শুধু দল অংশ নিলে হবে না, জনগণ অংশ নিলেই কেবল অংশগ্রহণমূলক নির্বাচন হয়।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
ইএআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।