খালেদা জিয়ার নির্বাচনে অংশ নিতে না পারার ব্যাপারে তিনি বলেন, আদালতের আদেশ থেকে বোঝা যায়, এটি সরকারি চক্রান্তের প্রতিফলন।
আমরা গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি।
বুধবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড. কেএম কামরুজ্জামান সেলিমের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর এসব কথা বলেন মির্জা ফখরুল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তুহিন, পৌরসভা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিমসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
এর আগে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে নিজ বাসভবনে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন।
এছাড়া একই দিন তিনি খালেদা জিয়ার শূন্য আসন বগুড়া-৬ থেকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এসআই