বুধবার (২৮ নভেম্বর) দুপুর ২টায় দিকে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার ও জেলা প্রশাসকের কাছে পদত্যাগ পত্র জমা দেন তিনি।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে হাসাদুল ইসলাম হীরা বাংলানিউজকে বলেন, ‘বিএনপির প্রার্থী হিসেবে পাবনা-৩ আসনে দলীয় মনোনয়ন পাওয়ায় উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছি।
তিনি আরও বলেন, ‘এ আসনে বিএনপি থেকে যদি আমাকে একক প্রার্থী করে দেন দলের নীতি-নির্ধারকরা তবে জয়ের ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত। কারণ নির্বাচন করার পক্রিয়া ও দলের সব নেতাকর্মী আমাকে চায়। এটি বিএনপির জন্য উর্বর ভূমি। ’
হাসাদুল ইসলাম হীরা দুপুরে পাবনা সদর থেকে ফিরে বিকেলের দিকে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার অসীম কুমারের কাছে তার মনোনয়নপত্র জমা দেন।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
জিপি