ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

পদত্যাগ করলেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
পদত্যাগ করলেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান

সুনামগঞ্জ: আগামী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার আশায় সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ ছেড়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন।

বুধবার (২৮ নভেম্বর) দুপুরে তিনি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। জেলা
প্রশাসকের মাধ্যমে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা
দেন।

 

দেওয়ান জয়নুল জাকেরীন সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে বিএনপির
মনোনয়ন পেয়েছেন। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই জাকেরীন তার চেয়ারম্যান পদ ছাড়েন। পরে পদত্যাগপত্রের সংযুক্তি মনোনয়নপত্রের সঙ্গে জমা দেন।

পদত্যাগপত্রে জয়নুল জাকেরীন উল্লেখ করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে
অংশ নিতে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী পদত্যাগ করেছেন তিনি।  

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বাংলানিউজকে বলেন, সদর উপজেলা পরিষদ
চেয়ারম্যান পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র স্থানীয় সরকার মন্ত্রণালয়ে
পাঠিয়ে দিয়েছি।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।