ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

বিএনপি

ইইউ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
ইইউ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বিএনপি

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিকেল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের  রাষ্ট্রদূত রেন্সে তিরিঙ্কসহ তিন প্রতিনিধি উপস্থিত রয়েছেন।

 

অপরদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড, আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা উপস্থিত আছেন।

বৈঠকের বিষয়ে বাংলানিউজকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।