ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

বিএনপি

মুক্তি পেলেন বিএনপি নেতা ডা. জীবন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৯ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৮
মুক্তি পেলেন বিএনপি নেতা ডা. জীবন মুক্তির পর স্বজনের সঙ্গে বিএনপি নেতা ডা. সাখাওয়াত হাসান জীবন

ঢাকা: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

শুক্রবার (৩০ নভেম্বর) বিকেল ৫ টার দিকে তিনি কাশিমপুর-২ নম্বর কারাগার থেকে মুক্তি পান। এরপর তিনি বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

ডা. জীবন বাংলানিউজকে জানান, দীর্ঘ ৪৩ দিন কারাগারে থাকার পর শুক্রবার বিকেলে মুক্তি পেয়েছেন।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে থেকে ডা. জীবন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।