ঢাকা, বুধবার, ১ কার্তিক ১৪৩১, ১৬ অক্টোবর ২০২৪, ১২ রবিউস সানি ১৪৪৬

বিএনপি

কুষ্টিয়ায় বিএনপি প্রার্থী বাচ্চু মোল্লা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
কুষ্টিয়ায় বিএনপি প্রার্থী বাচ্চু মোল্লা কারাগারে

কুষ্টিয়া: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী রেজা আহম্মেদ বাচ্চু মোল্লাকে বিস্ফোরক মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।

বুধবার (১৯ ডিসেম্বর) দুপুরে আদলতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বিস্ফোরক মামলায় উচ্চ আদালতের ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা। জামিন শেষে বুধবার দুপুরে কুষ্টিয়া নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।