ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

বিএনপি

বিজয়নগরে বিএনপি নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
বিজয়নগরে বিএনপি নেতা আটক

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো. শাহাব উদ্দিনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ ডিসেম্বর) বিকেলের দিকে উপজেলার আউলিয়া বাজার থেকে তাকে আটক করা হয়। আটক শাহাব উদ্দিন পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের মৃত আলী আকবরের ছেলে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. ফায়জুল আজিম বাংলানিউজকে বলেন, শাহাব উদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে। তবে সে কোনো দলের এবং কোনো মামলায় তাকে আটক করা হয়েছে এ বিষয়ে সঠিক তথ্য জানা নেই।

তবে জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি বাংলানিউজকে আটক শাহাব উদ্দিনের দলীয় পদবি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।