ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

বিএনপি

সিলেটে বিএনপি নেতা গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
সিলেটে বিএনপি নেতা গ্রেফতার

সিলেট: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদকে গ্রেফতার করা হয়েছে।

 
বুধবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বাদেপাশা ইউনিয়নের রাউকার বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
 
স্থানীয় সূত্র জানায়, নোমান উদ্দিন বাদেপাশা ইউনিয়নের বাগলা এলাকায় সিলেট-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর গণসংযোগে ছিলেন।

সেখান থেকে ফেরার পথে তাকে গ্রেফতার করে গোলাপগঞ্জ মডেল থানার কুশিয়ারা পুলিশ ফাঁড়ি পুলিশ।
 
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৪ সালের নাশকতার মামলায় নোমান উদ্দিন মুরাদকে গ্রেফতার করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।