ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

বিএনপি

তৃণমূল বিএনপি’র নতুন চেয়ারম্যান নাজমুল হুদা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, মার্চ ৩, ২০১৯
তৃণমূল বিএনপি’র নতুন চেয়ারম্যান নাজমুল হুদা ব্যারিস্টার নাজমুল হুদা।

ঢাকা: ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন তৃণমুল বিএনপি’র কমিটি পুনর্গঠন করা হয়েছে।

পুনর্গঠিত কমিটিতে চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা ও মহাসচিব মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান, কো চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর মজুমদার, সিনিয়র ভাইস চেয়ারম্যান সেলিম হায়দার, ভাইস চেয়ারম্যান লায়ন আফরোজা বেগম হ্যাপী, অতিরিক্ত মহাসচিব আবু হামিদুর রেজা খান পরশ ভাসানী, সিনিয়র যুগ্ম মহাসচিব আককাছ আলী খান।

শনিবার (২ মার্চ) সন্ধ্যায় তৃণমূল বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে ব্যারিস্টার নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ কমিটি পুনর্গঠন করা হয়।

রোববার (৩ মার্চ) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

তৃণমূল বিএনপি জনগণের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। গত ৭ নভেম্বর ২০১৮ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গণভবনে ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বে সংলাপে অংশগ্রহণ করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যারিস্টার নাজমুল হুদা, মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমানসহ তৃণমুল বিএনপি’র নেতারা প্রতিদ্বন্দ্বিতা করেন।

গত ২ ফেব্রুয়ারি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে চা চক্রে অংশ নেয় তৃণমুল বিএনপি’র প্রতিনিধি দল।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৯
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।