ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী আসাদ আর নেই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৯
ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী আসাদ আর নেই হলিফ্যামিলি হাসপাতালে কাজী আসাদের মরদেহ, ছবি: বাংলানিউজ

ঢাকা: ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাজী আসাদ আর নেই  (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৩ এপ্রিল) সকাল ৯ টায় রাজধানীর হলিফ্যামিলি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০।

তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

জানা গেছে, বিকেল ৩ টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে নামাজের জানাজা শেষে তাকে নিজ এলাকা গোপালগঞ্জর কোটালীপাড়ায় নিয়ে যাওয়া হবে।

এদিকে, এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুম কাজী আসাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকাহত পরিবার, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৯
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।