ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

রংপুরে ৬ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৩
রংপুরে ৬ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু

রংপুর: রংপুরে ছয় দিনব্যাপী বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন করা হয়েছে।  

বুধবার (৪ জানুয়ারি) দুপুরে পাবলিক লাইব্রেরি মাঠে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ফিরুজুল ইসলাম।

ভ্রাম্যমাণ বইমেলার শুরু হওয়ায় আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাহিত্য সংস্কৃতি কর্মীসহ বইপ্রেমীরা। উদ্বোধনের পরপরই পাঠকরা পছন্দের বই নেওয়ার জন্য বইমেলায় প্রবেশ করেন।

বিশ্বসাতিহ্য কেন্দ্রের সংগঠক আরিফুল ইসলাম জানান, কয়েক বছর ধরে রংপুরে ভ্রাম্যমাণ বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। এবারেও ছয় দিনব্যাপী বইমেলার উদ্বোধন হয়েছে।  

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার মধুসুধন রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আলী রায়হান, শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার রায়। স্বাগত বক্তব্য দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সংগঠক আরিফুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।