ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

‘মৌনতার কোলাহল’ বইয়ের মোড়ক উন্মোচন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
‘মৌনতার কোলাহল’ বইয়ের মোড়ক উন্মোচন

ঢাকা: ‘মৌনতার কোলাহল’ কবিতার বইটির মোড়ক উন্মোচন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বঙ্গভবন প্রেস উইং।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়ার কবিতার বই ‘মৌনতার কোলাহল’ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে প্রকাশনী সংস্থা অন্যপ্রকাশ।

মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বইটির মোড়ক উন্মোচন  করেন।

বইটিতে বঙ্গবন্ধু, স্বাধীনতা, প্রেম বিরহ, করোনা মহামারিসহ বিভিন্ন বিষয়ে ৭০টি কবিতা 
 রয়েছে।

মোড়ক  উন্মোচন অনুষ্ঠানে বইটির লেখক সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির সামরিক সচিব  মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন,  সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান, অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম এবং পরিচালক আব্দুল্লাহ নাসের উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৩
এমইউএম/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।