ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

বইমেলা

শেহজাদ আমানের নতুন অনুবাদ বই ‘স্টপ ওভারথিংকিং’

বইমেলা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
শেহজাদ আমানের নতুন অনুবাদ বই ‘স্টপ ওভারথিংকিং’

অমর একুশে বইমেলা-২০২৩-এ অনুবাদক শেহজাদ আমান নিয়ে এসেছেন তার নতুন অনুবাদ বই ‘স্টপ ওভারথিংকিং’।

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় মনোবিজ্ঞান ও মানবীয় আচরণ-বিষয়ক লেখক নিক ট্রেন্টনের লেখা বইটি প্রকাশিত হয়েছে রুশদা প্রকাশ থেকে।

অতিচিন্তা, দুশ্চিন্তা ও মানসিক চাপ থেকে কীভাবে মানুষ মুক্তি পেতে পারে, এবং এসব থেকে মুক্ত হয়ে জীবনকে কীভাবে আরও সহজ, সুন্দর করা যেতে পারে, এর ওপর অনেকগুলো বৈজ্ঞানিক ও প্রমাণিত কলাকৌশল বইটিতে তুলে ধরেছেন লেখক। এর পাশাপাশি, এসবের কারণ ও ফলাফলগুলোও আলোচিত হয়েছে।

বইমেলায় বইটি পাওয়া যাচ্ছে রুশদা প্রকাশের স্টলে (স্টল নং ২০৬-খ)। এছাড়াও অনলাইনে অর্ডার করা যাবে রকমারি, ওয়াফি লাইফ ও বইফেরিতে।

এটি অনুবাদক শেহজাদ আমানের ২১তম অনুবাদ বই। ২০১৮ সাল থেকে নিয়মিত বিদেশি বইয়ের অনুবাদ করছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।