ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

চিঠি দিয়ে বইমেলায় বোমা হামলার হুমকি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
চিঠি দিয়ে বইমেলায় বোমা হামলার হুমকি

ঢাকা: অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে ডাকযোগে চিঠি পাঠিয়েছে একটি জঙ্গিগোষ্ঠী। পাশাপাশি ওই চিঠিতে উল্লেখ বলা হয়েছে—যাত্রাবাড়ী এলাকায় কয়েকটি হোটেলে অসামাজিক কার্যক্রম বন্ধ না করলে পুলিশের ওপরও হামলা চালানো হবে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে রমনা বিভাগে উপ-কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর পাঠানো চিঠিতে আনসার আল ইসলাম বলে দাবি করেছে জঙ্গিগোষ্ঠী। বৃহস্পতিবার ডাকযোগে চিঠিটি আসে। মাওলানা মো. সাইফুল ইসলাম নামে সই করা চিঠিতে অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এছাড়া ওই চিঠিতে আরও উল্লেখ আছে, যাত্রাবাড়ীতে কয়েকটি হোটেলে অসামাজিক কার্যকলাপ হয়। সেটি বন্ধ না করলে পুলিশের ওপর হামলা করা হবে।

জঙ্গি সংগঠনের হুমকির পরিপ্রেক্ষিতে বাংলা একাডেমির পক্ষ থেকে এ দিন সকাল সাড়ে ১১টায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে শাহবাগ থানায়। বিষয়টি গোয়েন্দা সংস্থা সিটিটিসি-সহ অন্যান্যরা তদন্ত করে দেখছে।

বাংলাদেশ সময়: ০০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।