ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

বইমেলায় রহিমা আফরোজ মুন্নীর প্রথম কবিতাগ্রন্থ

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪
বইমেলায় রহিমা আফরোজ মুন্নীর প্রথম কবিতাগ্রন্থ

অমর একুশে গ্রন্থমেলায় (২০১৪) প্রকাশিত হতে যাচ্ছে রহিমা আফরোজ মুন্নীর প্রথম কবিতাগ্রন্থ ‘আলিলুয়েভার হারানো বাগান’। বইটি প্রকাশ করছে আদর্শ প্রকাশনী।



এর আগে বিভিন্ন সময় অনলাইন নিউজপোর্টাল ও ছোটকাগজে কবিতা প্রকাশিত হলেও এবারই প্রথম মলাটবন্দী হতে যাচ্ছেন এই কবি।

প্রথম কবিতাগ্রন্থের ব্যাপারে রহিমা আফরোজ মুন্নী বাংলানিউজকে বলেন, বইটি নিয়ে আমার মধ্যে উত্তেজনা কাজ করছে। অধীর আগ্রহ নিয়ে একুশের বইমেলার অপেক্ষায় আছি।

তিনি আরও বলেন, অনেকদিন ধরেই কবিতার সঙ্গে বসবাস। মূলত নিজের জন্যই, নিভৃতে লেখালেখি করতাম।

তিনি জানান, গত কয়েক বছরে লেখালেখির প্ল্যাটফর্ম হিসেবে অনলাইন মিডিয়া একটি বিপ্লব ঘটায়। যেকোনো লেখা সম্পর্কে খুব সহজেই অন্য আরেকের মন্তব্য ও পরামর্শপ্রাপ্তির সুযোগ ঘটে।

মূলত এ মিডিয়ার মাধ্যমেই বয়োজ্যেষ্ঠ ও গুরুত্বপূর্ণ অনেক কবি সাহিত্যিকদের সান্নিধ্য লাভ করি। এবং কবিতার এই আত্মযাপনকে আরেকটু সিরিয়াসলি নেওয়ার অনুপ্রেরণা পাই। —বলেন মুন্নী।

তিনি জানান, মূলত বয়োজ্যেষ্ঠ কবি-সাহিত্যিক, লেখক বন্ধু ও পাঠকদের উৎসাহ অনুপ্রেরণার জেরেই আলোর মুখ দেখতে যাচ্ছে আলিলুয়েভার হারানো বাগান।

সব ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বইটি মেলায় আনবে আদর্শ প্রকাশনী।

‘আলিলুয়েভার হারানো বাগান’ কবিতাগ্রন্থের কবিতা (বাংলানিউজে প্রকাশিত) পড়তে ক্লিক করুন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪
সম্পাদনা: তানিম কবির, বিভাগীয় সম্পাদক শিল্প-সাহিত্য

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।