ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

বইমেলায় গোলাম কিবরিয়া পিনুর দু’টি কবিতাগ্রন্থ

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৪
বইমেলায় গোলাম কিবরিয়া পিনুর দু’টি কবিতাগ্রন্থ

অমর একুশে গ্রন্থমেলায় গোলাম কিবরিয়া পিনুর দু’টি কবিতাগ্রন্থ ‘উদরপূর্তিতে নদীও মরে যাচ্ছে’ ও ‘ফুসলানো অন্ধকার’ প্রকাশিত হবে। প্রকাশ করছে যথাক্রমে শুদ্ধস্বর ও বিভাস।



উদারপূর্তিতে নদীও মরে যাচ্ছে সম্পর্কে গোলাম কিবরিয়া পিনু বলেন, ‘দুই আঙ্গিকের দুই ধরনের কবিতা রয়েছে বইটিতে, তেমনি বইয়ের ভেতরেও রাখা হচ্ছে দু’টি খণ্ড— ১. গুপ্ত সভ্যতার খোঁজে নিজেই হারিয়ে যাচ্ছি ২. পায়রার খোপে খোপে বাজপাখি। ’

বইটির প্রচ্ছদ এঁকেছেন তৌহিন হাসান। বিনিময় মূল্য রাখা হচ্ছে ১২০ টাকা ।

অপর কবিতাগ্রন্থ ‘ফুসলানো অন্ধকার’ সম্পর্কে তিনি বলেন, ‘কয়েকটি দীর্ঘ কবিতাসহ ভিন্ন স্বাদের কবিতা রয়েছে বইয়ে। ’

এ বইটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। বিনিময় মূল্য রাখা হচ্ছে ১২০ টাকা ।

গোলাম কিবরিয়া পিনু মূলত কবি। প্রবন্ধ, ছড়া ও অন্যান্য লেখালেখিতেও সমানভাবে সক্রিয়। গবেষণামূলক কাজেও যুক্ত তিনি। ইতোমধ্যে তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১৭।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।