অমর একুশে গ্রন্থমেলায় পাঠসূত্র থেকে প্রকাশিত হলো শেখর দেবের প্রথম কবিতাগ্রন্থ ‘প্রত্নচর্চার পাঠশালা। শুক্রবার থেকেই মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের ১১-১২ নং স্টলে বইটির প্রদর্শন ও বিক্রয় শুরু হয়েছে।
প্রত্নচর্চার পাঠশালা সম্পর্কে কবি বলেন, ‘আধুনিকোত্তর কালের নান্দনিক কাব্য-ভাষা ও বোধ নিয়ে আমার বেড়ে ওঠা। শেকড়ের অমৃত সঞ্জীবনী নিয়ে লোকায়ত চেতনার বহুরৈখিক স্বরায়নই আমার মূল লক্ষ্য। বাঙালির চিরায়ত দর্শনের ভেতর প্রবাহিত সংস্কারের পরিশুদ্ধ ভাবনাগুলোর প্রাসঙ্গিকতা বা অনিবার্যতার একটি তর্ক তুলে দিতেই এ কবিতাগ্রন্থ। ’
তরুণ কবি শেখর দেবের কবিতা সম্পর্কে আশির দশকের কবি এজাজ ইউসুফী বলেন, ‘শেখর দেব নতুন শতক শুরুর কাব্য-প্রতিনিধি। বর্জ্য আধুনিক বাংলা কবিতার বিপরীতে নতুন স্বরায়ন ও কথন-ভাষ্য বির্নিমাণের কালে তার আবির্ভাব। অধুনা উত্তর সময়ে পরিবর্তন প্রবণতার সন্দর্ভ যখন চলমান তখন ভিন্ন এক নান্দনিক কাব্য-প্রয়াস নিয়ে হাজির হয়েছেন কবি শেখর দেব। ’
বইটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী মোবাশ্বির আলম মজুমদার। বিনিময় মূল্য রাখা হয়েছে ১৪০ টাকা।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৪