মেলা প্রাঙ্গণ থেকে: মেলার প্রথম দশদিনে প্রায় ৩১ লাখ টাকার (৩০ লাখ ৯৩ হাজার ৬শ’ ২৪ টাকা ৪০ পয়সা) নিজস্ব বই বিক্রি করেছে বাংলা একাডেমি।
মঙ্গলবার বাংলা একাডেমির জনসংযোগ দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলা একাডেমির বিক্রয় ও বিপণন বিভাগের সহ-পরিচালক নাসিরুল ইসলাম বাংলানিউজকে জানান, কোন ক্যাটাগরির কতটি বই বিক্রি হয়েছে সে তথ্য সংরক্ষণ করা হয়নি।
বাংলা একাডেমির বিক্রয় কেন্দ্রের বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে তাদের অভিধান। এছাড়া গবেষণা, প্রবন্ধ, কবিতাও বেশ বিক্রি হচ্ছে।
মেলায় এবার বাংলা একাডেমির চারটি বিক্রয় কেন্দ্র রয়েছে। এরমধ্যে একটি বাংলা একাডেমির নতুন ভবনের নিচ তলায়, একটি বর্ধমান হাউজের পশ্চিম পার্শ্বে এবং সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছে একটি বিক্রয় কেন্দ্র। কেবলমাত্র শিশুদের বই নিয়ে বাংলা একাডেমির আমতলায় রয়েছে অপর বিক্রয় কেন্দ্রটি।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৪