বইমেলা প্রাঙ্গণ থেকে: অমর একুশে গ্রন্থমেলা-২০১৪’র ১২তম দিনে ৮৮টি নতুন বই এসেছে গ্রন্থমেলায়।
বুধবার সন্ধ্যায় বাংলা একাডেমি দফতর থেকে বইগুলোর নাম ঘোষণা করা হয়।
৭টি গল্প, ১৭টি উপন্যাস, চারটি প্রবন্ধ, ২৩টি কবিতা, একটি গবেষণা ভিত্তিক, পাঁচটি ছড়া, চারটি জীবনী, দুইটি নাটক, দুইটি বিজ্ঞান ভিত্তিক, একটি ভ্রমণ কাহিনী, তিনটি রম্য, একটি ধর্মীয়, একটি অনুবাদ, একটি সায়েন্স ফিকশন এবং ১৬টি অন্যান্যসহ মোট ৮৮টি বই এসেছে মেলায়।
এর মধ্যে ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে হাসান আজিজুল হকের জীবনী সক্রেটিস, জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে হারুণ অর রশিদের উপন্যাস নীল রং বেদনা, ঝিঙেফুল থেকে আলী ইমামের সায়েন্স ফিকশন আদিকালের এই পৃথিবী, পার্ল পাবলিকেশন্স থেকে মোজাম্মেল হক নিয়োগীর উপন্যাস জলের লিখন, মোস্তফা কামালের রম্য রঙ্গ ব্যঙ্গ সিরিজ পাগল ছাগল গাধা সমগ্র ৮, অনন্যা থেকে ফরিদুর রেজা সাগরের উপন্যাস বাছাই কিশোর অন্যতম।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৪