অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে তুষার কবিরের সপ্তম কবিতাগ্রন্থ ‘রক্তকোরকের ওম’। মেলার প্রথম সপ্তাহ থেকেই শুদ্ধস্বরের ৩৯-৪০ নাম্বার স্টলে বইটি প্রদর্শনী ও বিক্রির জন্য রাখা হয়েছে।
রক্তকোরকের ওম প্রসঙ্গে তুষার কবির বলেন, ঘুমঘোর সরোবর, শ্বেতপায়রার হালকা পালক, জলমগ্ন হরিৎ বাকল, আস্তাবলের খড়ের গন্ধ, ক্যাথেড্রালের ঝাড়বাতি আর প্রত্নশহরের গান। কিংবা হাওয়ায় হারিয়ে যাওয়া বেহালার ছড়, নভোনীল জ্যোতিষ্কের পিণ্ড, টোটেম গুহার গায়ে ছাপচিত্র আর শাদা কাকাতুয়ার সান্ধ্যগীতি— এ বইটিতে আমি খুঁজে বেড়িয়েছি এমনই অনেক হারানো আত্মার সারাৎসার।
এরআগে ২০০৬ সালে প্রকাশিত হয় তার প্রথম কবিতাগ্রন্থ ‘বাগদেবী আমার দরজায়’। ২০০৭ সালে ‘মেঘের পিয়ানো’, ২০০৮ সালে ‘ছাপচিত্রে প্রজাপতি’, ২০০৯ সালে ‘যোগিনীর ডেরা’, ২০১০ সালে ‘উড়ে যাচ্ছে প্রেমপাণ্ডুলিপি’ ও ২০১২ সালে প্রকাশিত হয়েছিল তার ষষ্ঠ কবিতাগ্রন্থ ‘কুহক বেহালা’।
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪