বইমেলা থেকে: বাউড়ি বাতাস জানান দিচ্ছে এসেছে বসন্ত। শীতের কনকনে উত্তরে হাওয়ার রুক্ষতা কাটিয়ে প্রকৃতি এখন রূপে-রসে, গন্ধে মাতাল হয়ে উঠছে।
বসন্ত উৎসবের রেশ কাটতে না কাটতেই মাত্র এক রাতের ব্যবধানে আরেকটি বিশেষ দিবসের শুরু। আজ শুক্রবার, বিশ্ব ভালবাসা দিবস।
প্রতীতি-প্রণয়ে ভালোবাসায় আরো বির্ণিল হয়ে ওঠার দিন। তাইতো পথে-প্রান্তরে, উদ্যানে, লোকালয়ে আজ ভালোবাসার যুগলবন্দিদের অভয় বিচরণ। প্রকৃতি যেমন শীতের জীর্ণতা ঝেড়ে মুছে ফেলে স্বতঃস্ফূর্ত, প্রাঞ্জল হয়ে উঠেছে। ফুটিয়ে তুলছে হাজারো গোলাপ, পলাশ, শিমুল, গাঁদা।
ভালোবাসা দিবসে যুগল তরুণ-তরুণীরাও ঠিক তেমনটাই। সংকোচ আর দ্বিধার বৃত্ত ভেঙে পরম বিশ্বাসে, ভালোবাসায় হাতে রাখছে হাত। আরো আরো বাঙ্ময় হয়ে উঠছে ভেতরের না বলা কথা।
প্রতি বছরের মতো এবারো ভিন্নমাত্রা পেয়েছে আমাদের জাতীয় জীবনের আরেকটি প্রাণের উৎসব বইমেলা। মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলায় এসে যোগ হচ্ছে সবার আনন্দ, উচ্ছ্বাস, ভালোবাসা।
এখানে তরুণ-তরুণীদের মুখর উপস্থিতির পাশাপাশি রয়েছে শিশু, কিশোর, প্রৌঢ়, বৃদ্ধদেরও সরব পদচারণা। ছুটির দিন হওয়ায় গতকালের চেয়ে অপেক্ষাকৃত ভিড় বেশি।
শুক্রবার প্রাণের এই গ্রন্থমেলা শুরু হয়েছে বেলা ১১টা থেকে। শুরু থেকেই জমজমাট পুরো মেলা অঙ্গন। তবে পোশাকে-আশাকে বিশেষ রঙের আধিক্য আজ খানিকটা কম।
বাংলা একাডেমির অংশে মেলার মূল মঞ্চে সকাল থেকে শুরু হয় শিশুদের সংগীত প্রতিযোগিতা। তাই নির্দিষ্ট সময়ে মেলা শুরু হওয়ার আগেই তাদের কলকাকলিতে মুখর ছিল বর্ধমান হাউজের প্রাঙ্গণ।
স্টলগুলোতে বইয়ের বিক্রি তুলনামূলক গতকালের চেয়ে বেশি। বিশেষ করে শিশু-কিশোরদের বই বেশি বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন স্টল মালিকরা। তাদের অনেককেই বেশ প্রাণবন্ত মেজাজেই দেখা গেছে।
তাই বলাই যায়, বসন্ত, ভালোবাসা দিবস মিলিয়ে মেলা বেশ জমে উঠেছে।
আজ অমর একুশে গ্রন্থমেলায় বাংলা একাডেমির মূল মঞ্চে অমর একুশে উদযাপন উপলক্ষে সকাল ৯টা থেকে শুরু হয়েছে শিশু-কিশোরদের সংগীত প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় ক-শাখায় ২০০ জন (দেশাত্মবোধক গান) এবং খ-শাখায় ১৪০ জন (গণসংগীত) ক্ষুদে প্রতিযোগী অংশগ্রহণ করেছে।
বিকেল ৪টায় একই মঞ্চে অনুষ্ঠিত হবে হাজি মহম্মদ মহসিন শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন আমজাদ হোসেন। আলোচনায় অংশ নিবেন ওয়াকিল আহমদ, পার্থ সেন গুপ্ত, শান্তনু কায়সার, আবদুল বাছির। সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
সন্ধ্যায় মূল মঞ্চে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৪