ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

বইমেলায় প্লেটোর ‘ফিড্রাস’

আল-আমিন ও সাখাওয়াত আমিন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৪
বইমেলায় প্লেটোর ‘ফিড্রাস’

মেলা প্রাঙ্গণ থেকে: অমর একুশে গ্রন্থমেলায় রোববার প্রকাশিত হয়েছে গ্রিক দার্শনিক প্লেটোর লেখা প্রেম বিষয়ক সংলাপ ‘ফিড্রাস’। বইটি প্রকাশ করেছে ঐতিহ্য প্রকাশনী।

বইটির বিনিময় মূল্য রাখা হয়েছে ২১০ টাকা।  

বইটি সম্পর্কে এর অনুবাদক শাহনেওয়াজ কবির বাংলানিউজকে বলেন, আজ থেকে ২৫০০ বছর আগে লেখা ‘ফিড্রাস’ প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটোর লেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ সংলাপের একটি। ‘ফিড্রাস’ প্লেটোর লেখা সর্বপ্রথম সংলাপ কিনা তা নিয়ে বিতর্ক থাকলেও এটি যে প্রেম বিষয়ে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংলাপ তা নিয়ে বিতর্ক সামান্যই।

তিনি বলেন, বইটিতে ‘সক্রেটিস’ ও ‘ফিড্রাস’ নামে দুইটি চরিত্র রয়েছে। এখানে ‘সক্রেটিস’ হচ্ছেন প্লেটো নিজেই এবং ফিড্রাস হচ্ছেন তার বিতর্কের প্রতিপক্ষ। ‘ফিড্রাসে’ প্লেটোর দার্শনিক মুখপাত্র সক্রেটিস ও প্লেটোর সমকালীন তুখোড় বক্তা ফিড্রাস কথোপকথন ও বিকর্তের মাধ্যমে প্রেমের পক্ষে ও বিপক্ষে তাদের অবস্থান তুলে ধরেছেন।

তিনি আরও বলেন, আমরা যে ‘প্লেটোনিক পেম’ এর কথা শুনি সে সম্পর্কে এই বইটি পড়লেই জানা যাবে।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।