ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বইমেলা

বইমেলায় ‘সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার’ ঘোষণা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৪
বইমেলায় ‘সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার’ ঘোষণা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ ফাইল ফটো

মেলা প্রাঙ্গণ থেকে: এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত বইয়ের জন্য ‘সিটি আনন্দ আলো’ পুরস্কার ঘোষণা করা হয়েছে।

বুধবার বিকেলে বাংলা একাডেমির তথ্যকেন্দ্রের সামনে এ পুরস্কার ঘোষণা করেন প্রতিষ্ঠানের মহাপরিচালক শামসুজ্জামান খান।



এবারের ‘সিটি আনন্দ আলো’ পুরস্কার প্রাপ্তরা হলেন, ক-শাখায় প্রবন্ধে প্রথমা থেকে প্রকাশিত আকবর আলি খানের ‘চাবিকাঠির খোঁজে: নতুন আলোকে জীবনানন্দের বনলতা সেন’, কবিতায় ম প্রকাশনী থেকে প্রকাশিত আসাদ চৌধুরীর ‘এই ফুলটির অন্তত দশ-দশটি প্রেমপত্র পাওয়ার কথা’, উপন্যাসে দিব্যপ্রকাশ থেকে প্রকাশিত মঈনুল আহসান সাবেরের ‘আখলাকের ফিরে আসা’ ও বিদ্যা প্রকাশ থেকে প্রকাশিত মোহিত কামালের ‘পথভ্রষ্ট ঘূর্ণির কৃষ্ণ গহ্বর’, শিশুসাহিত্যে বাংলা প্রকাশ থেকে প্রকাশিত আলী ইমামের ‘জৈন্তাবনে কালো জাদু’এবং মিজান পাবলিশার্স থেকে প্রকাশিত মাহবুবা চৌধুরীর ‘সময় কাটুক ছড়ার সাথে’।

এছাড়া খ শাখায় তরুণ লেখক ক্যাটাগরিতে (জীবনের প্রথম বই) অর্বাক থেকে প্রকাশিত মহিম সন্ন্যাসীর কবিতাগ্রন্থ ‘ভাঙা শামুকের বয়ঃসন্ধি’এবং আফসার ব্রাদার্স থেকে প্রকাশিত রাতুল হাসানের উপন্যাসগ্রন্থ ‘ফেরার কোনো পথ থাকে না’ পুরস্কার পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।