ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

রফিকুল ইসলাম স্মরণে ছান্দস

আবু তালহা ও আল-আমিন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৪
রফিকুল ইসলাম স্মরণে ছান্দস

বইমেলা প্রাঙ্গণ থেকে: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রূপকার রফিকুল ইসলামকে শ্রদ্ধা ও ভালবাসায়ভরে স্মরণ করে অমর একুশে গ্রন্থমেলায় এসেছে শিল্প-সাহিত্য বিষয়ক ছোটকাগজ ‘ছান্দস’-এর ৫ম সংখ্যা ।

পত্রিকার সম্পাদক প্রবাসী শাহানা আকতার বাংলানিউজকে বলেন, মহাসমুদ্রের অতলান্তিক দূরত্বের দীর্ঘ নীরবতা ভেঙে ‘ছান্দস’ আবার জেগে উঠতে চেয়েছে তরঙ্গের দুরন্ত সৌন্দর্যে।

ছোট কাগজ বা দৈনিকের ওপর আর তেমন নির্ভরশীলতা নেই। অনলাইন কাগজের মাধ্যমে লেখক দ্রুতই পৌঁছুতে পারছেন পাঠকের কাছে। তৈরি করে নিচ্ছেন নিজস্ব পাঠক শ্রেণি। সেই সুবাদে সাত সমুদ্র ১৩ নদীর এপারে থেকেও বাংলা সাহিত্যের সুবাস পাওয়া যায়।

‘ছান্দস’ আপাদমস্তক একটি ছোট কাগজ। তথাকথিত সাহিত্য-রাজনীতি বা সঙ্কীর্ণ গোষ্ঠীবদ্ধতার দিকে কোনোদিন যায়নি সে। দীর্ঘবিরতির পরে যখন ‘ছান্দস’ বের করার সিদ্ধান্ত নেই তখন অনেকেই অভিনন্দন জানিয়েছেন।

লেখকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে অনলাইনের পাশাপাশি মুদ্রিত অক্ষরে সাহিত্যের আবেদন এখনো কম নয়।

রাকীব হাসানের প্রচ্ছদে কাগজটিতে থাকছে রফিকুল ইসলামের লেখা কারা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়?

এছাড়া বুলি ইসলামের তোমারই নাম সকল তারার মাঝে- ওই বাজে, ওই বাজে, শাহানা আকতার মহুয়ার রফিক ভাই- অন্তরগত এক ভাষাচিত্রকর। মোহাম্মদ রফিক/ নূরুল হক/ মিনার মনসুর/ আকমল হোসেন নিপু/ হাফিজ রশিদ খান/ সুব্রত অগাস্টিন গোমেজ/ হেনরী স্বপন/ চঞ্চল আশরাফ/ মুজিব মেহদী/ মুজিব ইরম/ শোয়াইব জিবরান/ শাহেদ কায়েস/ অলকা নন্দিতা/ কচি রেজা/ ওবায়েদ আকাশ/ সৌমিত্র দেব/ রায়হান রাইন/ মোস্তাক আহমাদ দীনের কবিতা।

মহীবুল আজিজের ভাষা ও সংস্কৃতির দায়বদ্ধতা এবং কামরুজ্জামান জাহাঙ্গীরের কথাই যখন গোলাপের সৌন্দর্য প্রবন্ধ।

এছাড়া ইমতিয়ার শামীমের গল্প শহরের পাতাঝরা বিকেলে, জাকির তালুকদারের হামিদ কায়সার মহারানির উর্দি ও তিসিখালির কুতুবউদ্দিন, মজনু শাহ’র দীর্ঘকবিতা ব্রহ্মাণ্ডের গোপন আয়না। নাহিদ হকের প্রবন্ধ নারীর গল্প কিংবা গল্পের নারী। শুভাশিস সিনহা, নায়েম লিটু, সাইদুল ইসলাম, রুদ্র অনির্বাণ, জাহানারা পারভীন, নওশাদ জামিলের কবিতা। রানওয়ে: শিল্পের প্রকরণে বৃহৎ সত্যের অনুসন্ধান অথবা সমকালীন বাংলাদেশের বৃত্তান্ত! পাভেল পার্থের প্রান্তিক নারীর রুদ্ধ দুয়ার, শাহানা আকতার মহুয়ার অনুবাদ রিটা জো-এর কবিতা, রবি আলম-হাফিজুর জাহাঙ্গীরের কানাডিয় আদিবাসী, ঔপনিবেসিক আগ্রাসন এবং বর্তমান অবস্থান- একটি পর্যাবেক্ষণ
গ্রন্থমেলার বহেরা তলায় চর্যাপদ স্টলে পত্রিকাটি পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।