ঢাকা: অমর একুশে গ্রন্থমেলায় নিষিদ্ধ করা হয়েছে ডোরেমন, বারবি, পোকেমন, মিস্টার বিনসহ পাইরেটেড বই। এসব বই বিক্রিতে কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলা একাডেমি।
সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির তথ্য কেন্দ্র থেকে আরও জানা গেছে, গ্রন্থমেলায় বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী কোনো বই, পত্রিকা, ক্যাসেট, সিডি, ডিভিডি এবং পোস্টার প্রদর্শন বা সংরক্ষণ করা যাবে না।
এদিকে চলমান রাজনৈতিক অস্থিরতাকে বিবেচনায় রেখে মেলায় এবার নিরাপত্তা ব্যবস্থা দ্বিগুণ করা হয়েছে। এবার মেলায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। র্যাবের একটি, পুলিশের দুটি এবং আনসারের দু’টিসহ মোট ৫টি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। এর বাইরে রয়েছে সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫