ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

শিশুরা সব বইমেলায়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
শিশুরা সব বইমেলায় ছবি :কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রতিদিনই বাবা-মা কিংবা বড়দের সঙ্গে বইমেলায় আসে শিশুরা। ধরে সিসিমপুরের হালুম হালুম কিংবা ইকরির বইয়ের বায়না! পছন্দের তালিকায় সুকুমার রায় তো রয়েছেনই।



অভিভাবকরাও কিনে দেন পছন্দের বইয়ের সমাহার। কিন্তু এবারের অমর একুশে গ্রন্থমেলার ষষ্ঠদিন শুক্রবার শিশু প্রহরের চিত্র ছিল ভিন্ন।

এ প্রহরে যেন শিশুরাই বইয়ের মূল ক্রেতা-দর্শনার্থী। স্টলগুলোতে বইয়ের পাতা থেকে ছোট চোখ জোড়া উঠতেই চায় না। নানা রংয়ের মলাটের বই আর হরেক রকম ছড়া-গল্প খুঁজতেই ব্যস্ত ছিল এসব চোখ।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সব আয়োজন ছিল শিশুদের নিয়ে। সকাল ১১টা থেকে শুরু হওয়া এ আয়োজন চলবে বিকেল ৩টা পর্যন্ত।

এ আয়োজনে যোগ দিতে সকাল থেকেই মেলায় ভিড় ছিল শিশুদের। আর শিশুদের কথা মাথায় রেখে বাংলা একাডেমিসহ বিভিন্ন প্রকাশনী সংস্থাও হরেক নামের ছড়া ও গল্পের বই এনেছে মেলায়।

















বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।