গ্রন্থমেলা থেকে: একুশে বইমেলায় ‘নবী মোহাম্মদের ২৩ বছর’ নামের একটি বই প্রকাশ করেছে রোদেলা প্রকাশনী। বইটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার।
মেলার নীতিমালার ভঙ্গ করে বইটি প্রকাশের অভিযোগে রোদেলা প্রকাশনীর স্টলটি বন্ধ করে দিয়েছে অমর একুশে গ্রন্থমেলা পরিচালনা কমিটি।
বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, ২০১৫- এর নীতিমালার ১৩ (১৩) এবং ১৩ (১৪) ধারা অনুযায়ী নীতিমালা ভঙ্গ করায় সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রোদেলার স্টলটি বন্ধ করে দেওয়া হয়েছে।
ইরানি লেখক আলি দস্তির ‘নবী মোহাম্মদের ২৩ বছর’ বইটি অনুবাদ করেছেন আবুল কাশেম ও সৈকত চৌধুরী।
এ প্রসঙ্গে রোদেলার প্রকাশক রিয়াজ খান বলেন ‘আমি জানতে পেরেছি, বইটি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। বইটি প্রকাশের পেছনে কারো অনুভূতিতে আঘাতের কোনো উদ্দেশ্য আমার উদ্দেশ্য ছিলো না। আমি ভুলবশত বইটি প্রকাশ করেছি। অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বইটির সম্পূর্ণ প্রকাশনা বাতিল ঘোষণা করছি।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫