অমর একুশে গ্রন্থমেলা ২০১৫-য় অনিন্দ্য প্রকাশনী থেকে বেরিয়েছে তুষার কবিরের অষ্টম কবিতার বই ‘ঘুঙুর ছড়ানো ঘুম’।
এর আগে প্রকাশিত তাঁর কবিতার বইগুলো হলো ‘বাগ্দেবী আমার দরজায়’, ‘মেঘের পিয়ানো’, ‘ছাপচিত্রের প্রজাপতি’, ‘যোগিনীর ডেরা’, ‘উড়ে যাচ্ছে প্রেমপাণ্ডুলিপি’, ‘কুহক বেহালা’ ও ‘রক্তকোরকের ওম।
নতুন প্রকাশিত বইটি নিয়ে কবি বলেন, ঘুঙুর ছড়ানো ঘুমে সাংগীতিক আবহের পাশাপাশি নিজেকে এবার ছড়িয়ে দিয়েছি এক নৃত্যময় আচ্ছন্নতার জাদুবলয়ে।
তিনি বলেন, এ কাব্যগ্রন্থের তাঁবু, আভা, পাখসাট, বেহালা, ডেরা, ভ্রম, কবুতর, কোরক, নাচঘর, নভোনীল, রক্তঘুম, জলডুমুর, ডাহুক, অপেরা, কোটর, ধূলিপত্র, কৌমুদিনী এবং এরকম আরও কিছু কবিতাপাঠে খুঁজে পাওয়া যাবে চিত্রকল্পের ঘোরলাগা আলোকছটা।
গ্রন্থমেলা সোহরাওয়ার্দী উদ্যানে অনিন্দ্য প্রকাশের স্টলে বইটি পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ২৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫