ঢাকা: অমর একুশে গ্রন্থমেলায় সাহিত্য প্রকাশ থেকে এসেছে আহমদ নাবীল শরফুদ্দীনের বই ‘আব্বাকে মনে পড়ে’। লেখকের বাবা শিক্ষাবিদ ও বিজ্ঞান লেখক আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দীন।
আবদুল্লাহ আল-মুতী নামেই তিনি বেশি পরিচিত। স্বনামেই রয়েছে যার খ্যাতি।
বাংলাদেশের বিজ্ঞান লেখকদের মধ্যে তিনি দ্বিতীয়, যিনি ইউনেস্কোর কলিঙ্গ পুরস্কার লাভ করেন। এছাড়া একুশে পদক বাংলা একডেমি পুরস্কারসহ অসংখ্য পুরস্কার লাভ করেছেন তিনি।
বাবার বিভিন্ন অর্জন ও তার সঙ্গে নানান স্মৃতি আর ছবি নিয়েই আহমদ নাবীল শরফুদ্দীনের এ বইটি।
বইয়ের প্রচ্ছদ করেছেন অশোক কর্মকার। দাম ২০০ টাকা।
বাংলাদেশ সময়: ০০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫