ঢাকা: অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে ফারজানা পলির শিশুতোষ গ্রন্থ ‘ছড়ায় ছড়ায় আনন্দ’। এটি তার সপ্তম গ্রন্থ।
শিশু মনের নানা বিষয়কে ছড়ার মাধ্যমে ফুটিয়ে তোলার পাশাপাশি এ গ্রন্থে কবি মানুষের নিত্যদিনের সুখ-দুঃখ ও চিরন্তন কিছু প্রবণতাকে অত্যন্ত সাবলীলভাবে তুলে ধরেছেন।
অমর একুশে গ্রন্থমেলার জয়তী প্রকাশনীর ২২০/২২১নং স্টলে পাওয়া যাচ্ছে বইটি। এর প্রচ্ছদ এঁকেছেন রিলকে রশীদ। বইটির মূল্য ১২০ টাকা।
লেখকের অন্যান্য বইয়ের মধ্যে কয়েকটি হলো, আনন্দধারা বহিছে ভুবনে (২০১৩), মৌমিতার ইচ্ছেশক্তি (২০১৩), স্বপ্নঝড়া দিগন্ত (২০১৪), লুই ইয়ানা ও অন্যান্য গল্প (২০১৪) ও মৌমিতার স্বপ্ন (২০১৪)।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫