ঢাকা: অমর একুশে গ্রন্থমেলায় প্রতিদিনই আসছে নতুন বই। গল্প-কবিতা-উপন্যাস-প্রবন্ধ-নিবন্ধসহ বিভিন্ন ধরনের বই।
বাংলানিউজের বইমেলা বিভাগ এর আগে গত দুই সপ্তাহের উল্লেখযোগ্য বইয়ের তালিকা প্রকাশ করেছে। আজ পাঠকের সুবিধার্থে তৃতীয় সপ্তাহের উল্লেখযোগ্য কয়েকটি বইয়ের নাম দেওয়া হলো।
প্রবন্ধ, নিবন্ধ
মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার যুদ্ধের জয়-পরাজয়- বদরুদ্দীন উমর, কথাপ্রকাশ। ব্যাকরণের ভয় অকারণ- যতীন সরকার, নন্দিত। অমর একুশে- হায়াৎ মামুদ, ইত্যাদি গ্রন্থপ্রকাশ। রামেন্দ্রনাথ ঘোষ দার্শনিক প্রবন্ধাবলি-সম্পা. হাসান আজিজুল হক, মহেন্দ্রনাথ অধিকারী, সময়। বাংলার গণসংগীত- শামসুজ্জামান খান, কথাপ্রকাশ। কিংবদন্তির মনা ও খনার বচন- পূরবী বসু, অন্যপ্রকাশ। বাংলাদেশের কথাসাহিত্য ভাষা আন্দোলনের চেতনা- ড. আসাদুজ্জামান খান, সাহিত্য বিকাশ। জলসা থেকে জলসায়- মুস্তফা জামান আব্বাসী, মুক্তদেশ প্রকাশন। রবীন্দ্রনাথ ও নজরুল সম্পর্ক- রতন তনু ঘোষ, একুশে বাংলা। নীরব দেশত্যাগ, হুন্ডি ও অভিবাসন- মামুন রশীদ, আগামী প্রকাশনী। মেঘে মেঘে অনেক বেলা- ওবায়দুল কাদের, বাঁধন পাবলিকেশন্স। সর্বস্তরে বাংলা ভাষা- স্বরোচিষ সরকার, কথাপ্রকাশ। মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ- অজয় দাশগুপ্ত, মাওলা ব্রাদার্স। মুনীর চৌধুরীর নাটক- জিয়াউল হাসান, মনন প্রকাশ। সাহিত্যের প্রতিপাঠ- বীরেন মুখার্জী, আলোঘর প্রকাশন। রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ স্মারকগ্রন্থ- সম্পা: হিমেল বরকত, অক্ষর প্রকাশনী। বিনয় ঘোষের বয়ানে 'বাংলার রেনেসাঁস'- সৌমিত জয়দ্বীপ, জাতীয় সাহিত্য প্রকাশনী। বাংলা লোকাক্ষ্যানে জেন্ডার: ঐতিহ্য ও বিস্তৃতান্ত্রিকতা- মোবাররা সিদ্দীকা, বাংলাদেশ বি. মঞ্জুরি কমিশন। শওকত ওসমান সৈয়দ ওয়ালিউল্লাহ ও আবু ইসহাকের উপন্যাস- মোহাম্মদ মহিউদ্দিন, আগামী।
উপন্যাস- গল্প
মধুরাত- ইমদাদুল হক মিলন, একুশে বাংলা প্রকাশন। মুক্তিযুদ্ধের দুটি উপন্যাস- সেলিনা হোসেন, ঝিনুক প্রকাশন। কয়েকজন অপরাধী- মঈনুল আহসান সাবের, সৃজনী। গুজরি পঞ্জম- আনোয়ারা সৈয়দ হক, নান্দনিক। নীল যৌবন নীল মৃত্যু- বিপ্রদাশ বড়ূয়া, পার্ল পাবলিকেশন্স। প্রবাসে নাকি নরকে?- হারুন অর রশীদ, সময়। এক জীবনে আরেক জীবন- মোহীত উল আলম, শুদ্ধস্বর। মাকাল লতা- হরিশংকর জলদাস, মাওলা ব্রাদার্স। গোরস্তানে জ্যোৎস্না- জাকির তালুকদার, জাগৃতি। দিবানিশির বাঁশি- ফজলুল কাশেম, মিজান পাবলিশার্স। সমুদ্র পাখিরা- মাহবুব সাদিক, চন্দ্রদীপ। সাঁঝের সবিতা- আহমেদ উল্লাহ, বিভাস। প্রাঞ্জল কথকতা- অনুরাধা সরকার, অনুভূতি। ক্যামেরার পেছনের মানুষ- আখতর জামান, দেশ পাবলিকেশন্স। সবুজ ডানার দেবদূত- ঝর্ণা রহমান, যুক্ত। নকশা পুরান- মিলটন রহমান, বিদ্যাপ্রকাশ। নির্জনা- রনক ইকরাম, সাহস পাবলিকেশন্স। উপনিবেশ- শাহনেওয়াজ বিপ্লব, ইত্যাদি গ্রন্থপ্রকাশ। আঁধারে আলোকরেখা- রানা আব্বাস, শ্রাবণ প্রকাশনী । রূপালী হাওয়ার রাত- আবু জাফর খান, ইত্যাদি গ্রন্থপ্রকাশ। মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ও অন্যান্য গল্প- ফারুক নওয়াজ, দি রয়েল পাবলিশার্স। ময়ূর ছানাদের মামাবাড়ি দাদাবাড়ি- শরীফ খান, ঝিঙেফুল। কিডনির কারবার- নাসিমা আনিস, নান্দনিক। বৃক্ষ ও প্রেমিকের গল্প- নূর কামরুন নাহার, রোদেলা প্রকাশনী। স্পার্টাকাস- জুলফিকার নিউটন, রাবেয়া বুক্স। মিথ্যের ভাঁজ- ফিহির হোসাইন, বিভাস প্রকাশন।
কবিতা
প্রিয় নারী হারানো কবিতা- নির্মলেন্দু গুণ, সুলেখা প্রকাশনী। ভুলে যাওয়ার চেয়ে ভালো কিছু নেই- মহাদেব সাহা, অনন্যা। কবিতা নির্বাচিতা- আসাদ চৌধুরী, চন্দ্রদীপ। তোমার জন্যে সকল আঁধার- সোহরাব পাশা, পাঠক সমাবেশ। ঠিক সন্ধ্যার আগে- মাহবুব আজীজ, অনিন্দ্য প্রকাশ। মাধবী- রবীন্দ্র গোপ, মিজান পাবলিশার্স। নৈঃশব্দ্যের রাত্রিদিন- আনোয়ার কামাল, জাতীয় সাহিত্য প্রকাশনী। নির্বাচিত ১০০ কবিতা- নূরল হক, বিভাস প্রকাশন। তোমার কীর্তন- আসাদ মান্নান, মিজান পাবলিশার্স। প্রসূনদের জন্য ভালোবাসা- প্রভাষ আমিন, অন্যপ্রকাশ। নিস্তব্ধ আয়ুষ্কাল- ওয়াহিদ জালাল, নন্দিতা প্রকাশ। বিনত জ্যোৎস্নায় রাতভর জেগে- আবু জাফর আবদুল্লাহ, কাকলী প্রকাশনী। কদাচিৎ কুত্রাপি- দ্রাবিড় সৈকত, পাঠক সমাবেশ। ঢাকা সিরিজ-চন্দন চৌধুরী, বলাকা। মেরাতুন্নেসা মনমহাজনের কথা- জুয়েল মুস্তাফিজ, চৈতন্য। ঘুঙুর ছড়ানো ঘুম- তুষার কবির, অনিন্দ্য প্রকাশ। গণপ্রজতন্ত্রী নিঃসঙ্গতা- মাজহার সরকার, দিব্যপ্রকাশ। উড্ডীন নদী গান- রহিমা আফরোজ মুন্নী, অনিন্দ্য প্রকাশ। হে বন্য স্বপ্নেরা- ফররুখ আহমদ, কালান্তর প্রকাশনী। এসো মহাকালের মাদুরে শুয়ে পড়ি- আনিফ রুবেদ, ঐতিহ্য। ভাবনার নির্ঝরে- মীনা চৌধুরী, সময় প্রকাশন।
শিশু-কিশোর/সায়েন্স ফিকশন
বারোটি সায়েন্স ফিকশন- আলী ইমাম, সাহিত্য কথা। ছোটদের কাজের মাঝে বিজ্ঞানের প্রজেক্ট- সৌমেন সাহা, বিজয় প্রকাশ। মতি রাজাকার ও মুক্তিযোদ্ধা সবুজ- আহমেদ রিয়াজ, পার্ল পাবলিকেশন্স। শেয়াল কুমিরের ছড়া- তাহের হোসেন, ঝিঙেফুল। রূপোর বাঁশি ও রাখাল ছেলে- সালমা কিবরিয়া, প্রতিভা বিকাশ। সেরা কিশোর ক্লাসিকস- সম্পা. রাইসুল হক, সুচয়নী পাবলিশার্স। রাজকুমারী চন্দ্রলেখা ও দুষ্ট জাদুকর সালমা কিবরিয়া। প্রতিভা প্রকাশ। নিউটন মামা ও কালো ভূত- আলী সরকার, শব্দ শিল্প প্রকাশন। একজন কিশোর গল্প- আহসান হাবীব, নলেজ মিডিয়া পাবলিকেশন্স। দুই বাংলার সেরা রূপকথা- ফরিদা হোসেন, শিকড়। রেড মেসেজ- অমল সাহা, সৃজনী। তোমার সঙ্গে আড়ি- তানজিল রিমন, সাহস পাবলিকেশন্স। বোকা ভূত অলস নাপিত- সুলতানা রুরী, চন্দ্রছাপ। দুর্দান্ত ছয় গোয়েন্দা- নাসিরুল আলম গনি, প্রতিভা প্রকাশ।
** মেলা থাকলে চন্দ্রমল্লিকা, না থাকলে গোলাপ
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫