ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

সবজি খায় না এমন বাচ্চাদের জন্য বই

শিল্প-সাহিত্য প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
সবজি খায় না এমন বাচ্চাদের জন্য বই

বইমেলা থেকে: অমর একুশে গ্রন্থমেলা ২০১৫-য় প্রকাশিত হয়েছে সিদ্ধার্থ মজুমদারের ছোটদের জন্য বই ‘টোপন সবজী খায় না’। লেখক পেশায় একজন চিকিৎসক।

স্বাস্থ্য নিয়ে নিয়মিত লেখালেখি করছেন দেশের শীর্ষস্থানীয় একটি দৈনিকে।

এর আগে প্রকাশিত তাঁর স্বাস্থ্য বিষয়ক বই ‘রোগহীন প্রতিদিন’। এবারের বইটি ছোটদের জন্য। বিশেষ করে যেসব শিশুরা সবজি খেতে চায় না, বইটি পড়ে তাঁরা নিজের অজান্তেই সবজি ভালোবেসে ফেলবে বলে লেখকের দাবি।

পাতায় পাতায় রঙ্গিন ছবি আর গল্প দিয়ে সাজানো ছোটদের এ বইটি পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের ৩০৯, ৩১০ নং শুভ্র প্রকাশনীর স্টলে।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।