পটুয়াখালী: শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পটুয়াখালীতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বইমেলা।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শহীদ আলাউদ্দিন শিশুপার্কে ফিতা কেটে বই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক অমিতাভ সরকার।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশারফ হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
পরে, অতিথিরা মেলার ত্রিশটি বইয়ের স্টল ঘুরে দেখেন। এরপর, একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি নতুন দু’টি বই ‘জ্ঞানের আলো’ ও ‘ফেরারি মন’ এর মোড়ক উন্মোচন করেন।
বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫