অমর একুশে গ্রন্থমেলা ২০১৫-য় ‘চৈতন্য’ প্রকাশ করেছে মজনু শাহ’র ৬ষ্ঠ কবিতার বই ‘আমি এক ড্রপআউট ঘোড়া’। এরআগে ১৯৯৯ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কবিতার বই ‘আনকা মেঘের জীবনী’।
২০০৫ সালে ‘লীলাচূর্ণ’ ২০০৬ সালে মধু ও মশলার বনে, ২০১১ সালে ‘জেব্রামাস্টার’ এবং সবশেষ গত বছর বইমেলায় প্রকাশিত হয় তাঁর পঞ্চম কবিতার বই ‘ব্রহ্মাণ্ডের গোপন আয়না’।
নতুন প্রকাশিত ‘আমি এক ড্রপআউট ঘোড়া’র কবিতাগুলো সম্পর্কে জানতে চাইলে ইতালিপ্রবাসী এই কবি ইমেইলযোগে বলেন, ‘এ বইয়ের কবিতাগুলো তাৎক্ষণিক বা সামান্যকে খুঁজে ফেরার কাজে নিয়োজিত। জগতে তুচ্ছ, অতি-তুচ্ছ, স্খলিত যা কিছু—সেসবের দিকে হিতৈষী কৌতূহল নিয়ে যদি তাকাই—একেকটি মুহূর্ত যেন সেখানে ভাবনাবীজ, প্যারাডক্স হয়ে উঠতে সক্ষম। ’
উল্লেখ্য, ৩ ফর্মার এ বইটিতে দু’তিন লাইনের ছোট ছোট মোট ২৬২টি কবিতায় ব্যক্ত হয়েছেন এই কবি।
কাঠামোগত এ দিকটির প্রতি ইঙ্গিত করে দ্বিধান্বিত মজনু শাহ, ‘বাকফসলের রাজ্যে কী-বা নাম হতে পারে এদের—ব্ল্যাকহিউমার, হেত্বাভাস, নাকি ন্যানো? চিত্রোক্তি না অন্যকিছু?’
‘যা-ই হোক, তেমন দাবি না রেখে একজন হরবোলার মত শুধু দেখে যাওয়া আর সংক্ষিপ্ততম করে টুকে রাখা। ইমেজারি সন্ধান। কবিতার সেট-থিওরি, করণকৌশল আর সমস্ত আখ্যানবর্ণনার বাইরে এসে সন্ধ্যার আকাশে ভেসে বেড়ানো একখানি ছোট সিন্ধুমেঘ যতটুকু বলে—তারই আয়োজন এ বইয়ের লেখাগুলোতে। ’
সালভাদোর দালির ‘La seconda venuta di Cristo’ শীর্ষক একটি চিত্রকর্ম অবলম্বনে ‘আমি এক ড্রপআউট ঘোড়া’র প্রচ্ছদ ডিজাইন করেছেন বিধান সাহা। বইমেলায় লিটল ম্যাগাজিন চত্বরে চৈতন্য’র স্টল এবং অনলাইনে বই বিক্রিকারী প্রতিষ্ঠান রকমারি.কম থেকে অর্ডার দিয়ে বইটি সংগ্রহ করা যাবে।
বাংলাদেশ সময়: ০০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫