এবারের বইমেলায় মীম নোশিন নাওয়াল খানের দুটি বই বের হয়েছে। লেখক হলেও নিজের পাঠক পরিচয়টির যত্নআত্তি করেন মীম।
এমনকি তাঁর আত্মবিশ্বাস দেখে এমন মনে হওয়াও অস্বাভাবিক নয় যে, পুরো বইমেলায় সবচেয়ে বেশি বই তিনি একাই কিনেছেন। কেনাকাটির এই উৎসবে অ্যাডভেঞ্চার, কিশোর উপন্যাস, কমিক্স, কিশোর ক্লাসিক থেকে শুরু করে বঙ্কিম, রবীন্দ্রনাথ সাহিত্যের কোনও শাখাই বাদ যায় নি তার।
প্রিয় লেখকদের মধ্যে জাফর ইকবাল, সুমন্ত আসলামের বইও সংগ্রহ করা হয়ে গেছে। বইমেলা নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেন মীম এভাবে, ‘ছোটবেলায় বাবার কাঁধে করে বই কিনতে আসতাম আর এখন বই আমার কাঁধে বয়ে বেড়ায়। ’
ভিকারুন্নেসা স্কুলের দশম শ্রেণীতে পড়া মীম নোশিন নাওয়াল খানই তাই রকমারি ডট কম-বাংলানিউজটোয়েন্টিফোর প্রতিদিনের ২৭ ফেব্রুয়ারির সেরা ক্রেতা। তিনি পাচ্ছেন ৫০০ টাকায় নিজ পছন্দমত বই কেনার সুযোগ ও ৬ মাসের ফ্রি শিপিং সুবিধা।
আর মাসের শেষদিনেও থাকছি আমরা অমর একুশে বইমেলায়। কে জানে হয়ত আপনাকে পুরস্কার তুলে দিয়েই সমাপ্তি টানা হবে আমাদের এই আয়োজনের। শুভ হোক বই পড়া।
বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫