বইমেলা থেকে: উদ্বোধনের পর অমর একুশে গ্রন্থমেলায় সাধারণ মানুষ একে একে প্রবেশ করছেন।
মেলার প্রথম দিন বাংলা একাডেমি প্রাঙ্গণ…
‘অন্যপ্রকাশ’ যেন মেলা প্রাঙ্গণের প্রাণ! অন্তত ভিড় তাই বলে।
চাঁদপুর থেকে এসেছেন ছোঁয়া। তিনি চতুর্থ শ্রেণি থেকেই হুমায়ূন আহমেদের লেখার ভক্ত। মেলার প্রথম দিনই প্রিয় বই কিনতে তার ছুটে চলে আসা।
এই প্রাণচঞ্চল পরিবেশেও কিছুটা গুছিয়ে ওঠার পালা। তাই কানে আসে হাতুড়ি-পেরেকের ঠুকঠাক শব্দ।
বাবার হাত ধরে মেলায় এই শিশু।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
আইএ