ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বইমেলা

ছবিতে বইমেলার দ্বিতীয় দিন

ছবি ও স্টোরি: দীপু মালাকার, স্টাফ ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
ছবিতে বইমেলার দ্বিতীয় দিন

মেলায় একটি প্রকাশনার স্টলের সামনে দাঁড়িয়ে বই পড়ায় মগ্ন এক তরুণী।


বাহারি সাজে, পোস্টারে সজ্জিত বিভিন্ন প্রকাশনার স্টল ক্রেতা-দর্শনার্থীদের মন কেড়েছে।




দ্বিতীয় দিনে বাবা-মায়ের সঙ্গে মেলার আসেন এই খুদে দর্শনার্থীরা। মেলার ঘুরে বেড়ানোর এক পর্যায়ে তাদের ছবি তুলছেন অভিভাবকরা।


মেলায় ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে একটু জিরিয়ে নিচ্ছেন দর্শনার্থীদের কেউ কেউ।


অন্য ক্রেতাদের থেকে এই দু’জন সত্যিই আলাদা। আবু সাইদ ও আসিফ দুই ভাই। হাইকোর্ট থেকে তারা দু’জন চলে এসেছে মেলায় ঘুরতে।


নান্দনিক আলোকসজ্জায় সজ্জিত বিভিন্ন প্রকাশনার স্টল।


সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানের মেলা প্রাঙ্গণের চিত্র।


মেলায় বাংলানিউজের স্টলে কর্মব্যস্ততা।


সন্ধ্যায় বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করছেন দশনার্থীরা।


রাত ৮টায় মেলা বন্ধ হওয়ার আগ মুহূর্তের চিত্র।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।