ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

গ্রন্থমেলায় শুক্র-শনিবার শিশু প্রহর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
গ্রন্থমেলায় শুক্র-শনিবার শিশু প্রহর ছবি: দীপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গ্রন্থমেলা থেকে: অমর একুশে গ্রন্থমেলায় ছোটদের জন্য দুইদিন শিশু প্রহর ঘোষণা করা হয়েছে।

শুক্র ও শনিবার (৫ ও ৬ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত শিশু প্রহর ঘোষণা করেছে মেলার আয়োজক বাংলা একাডেমি।



বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) বিকালে মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘শিশু প্রহরে শিশুরা যাতে মেলা প্রাঙ্গণে পরিবারের সদস্যের সঙ্গে স্বাচ্ছন্দ্যে ঘুরতে এবং তাদের পছন্দের বই খুঁজে নিতে পারে সে জন্য শিশু প্রহর ঘোষণা করা হয়েছে। প্রতিবারই মেলাকে কেন্দ্র করে আমরা শিশুদের জন্য আলাদা করে প্রহর ঘোষণা করে থাকি। এবারও সেভাবে ঘোষণা দেওয়া হয়েছে।

মেলায় শিশু প্রহর আরও বাড়ানো হবে কিনা জানতে চাইলে জালাল আহমেদ বলেন, বাড়ানো হতে পারে, তবে এখন পর্যন্ত আমরা ৫ ও ৬ ফেব্রুয়ারিকে ঘোষণা করেছি।

বাংলা একাডেমি সূত্রে জানা যায়, শিশু প্রহর ঘোষণার পাশাপাশি মেলার পুরো সময়ে শিশুদের মনোরঞ্জনের আলাদা ব্যবস্থা থাকবে। নির্দিষ্ট স্থানে শিশুদের খেলাধুলা, এক মঞ্চে তাদের বিভিন্ন পরিবেশনা এবং শিশু সাহিত্যিকদের সঙ্গে আড্ডার ব্যবস্থা রয়েছে।

শিশু প্রহরে বাংলা একাডেমির নিয়মিত আয়োজন শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এডিএ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।