ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বইমেলা

সিলেটের ডা. নাজমুল ষষ্ঠ দিনে বাংলানিউজ-রকমারি সেরা ক্রেতা

গ্রন্থমেলা টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
সিলেটের ডা. নাজমুল ষষ্ঠ দিনে বাংলানিউজ-রকমারি সেরা ক্রেতা ছবি: আনোয়ার হোসেন রানা/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অমর একুশে গ্রন্থমেলা থেকে: শুধু বই কিনতেই সিলেট থেকে ঢাকায় আসা নাজমুল আলমের। প্রায় ২৭৮ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার একমাত্র উপলক্ষ কেবলই গাদাগাদা বই কিনে বাড়ি ফেরা!

শনিবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পুরো মেলার দুই অংশ ঘুরে (সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণ) কিনলেন ব্যাগ ভর্তি নানান বই।

বাংলানিউজ টিমের নজর এড়ায়নি সেটি, ধরে ফেলা হলো তাকে। বনে গেলেন তিনি মেলার ষষ্ঠ দিনে বাংলানিউজ-রকমারি সেরা ক্রেতা।

তার পুরো নাম জেড এইচ এম নাজমুল আলম। পেশায় চিকিৎসক (মেডিসিন বিভাগ)। সিলেট মেডিকেল কলেজ তার কর্মস্থল। থাকেনও সেখানেই। ছুটির একটি দিনে গ্রন্থমেলাকে কেন্দ্র করে বই কিনতে ছুটে চলে আসা তার।

পুরস্কার হাতে জেড এইচ এম নাজমুল বাংলানিউজকে বলেন, যেগুলো বই কিনলাম তা ৪০ শতাংশ হবে। বাকি রয়ে গেলো ৬০ শতাংশই। পরে আবার আসবো মেলায়, তখন কিনবো। তবে ইচ্ছে আছে ২১ ফেব্রুয়ারির সার‍াটা দিন ঘুরে ঘুরে আরও বিভিন্ন বই কিনবো।

কী ধরনের বই ভালো লাগে, এমন প্রশ্নে তার উত্তর, ‘অনুবাদ বইয়ে আগ্রহ আছে। বহু বছর ধরে অনুবাদ গ্রন্থ পড়ে আসছি। ’

পাঠক হিসেবে বলুন দেশে অনুবাদের মান এখন কেমন? উত্তরে নাজমুল বলেন, এক্ষেত্রে কাজ ভালো হচ্ছে না বলে মনে করি। যোগ্যদের অভাব। বর্তমানে বই পড়ে বোঝা যায় না, এটি অনুবাদ নাকি গুগোল ট্রান্সলেট! মান বাড়াতে মেধাবীরা অনুবাদ গ্রন্থের দিকে ঝুকলে ভালো হবে।

‘তবে ঐতিহ্য থেকে প্রকাশিত মাহমুদ মেননের অনুবাদে ‘১৯৮৪’ জর্জ অরওয়েলের বইটির প্রতি আগ্রহ আছে। মেলায় এখনও তা আসেনি তাই এরপর এলে অবশ্যই কিনবো আশা রাখি’- যোগ করেন তিনি।

বাংলা একাডেমি প্রাঙ্গণে বাংলানিউজের স্টলে ষষ্ঠদিনের সেরা ক্রেতা ডা. নাজমুলের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক রাজু আহমেদ। সঙ্গে ছিলেন ডিআরইউর জয়েন্ট সেক্রেটারি সাজ্জাদ হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলানিউজের স্পেশাল করেসপন্ডেন্ট আদিত্য আরাফাত, সিনিয়র করেসপন্ডেন্ট সাজেদা সুইটি, নিউজরুম এডিটর সৈয়দ ইফতেখার আলম, রকমারির জনসংযোগ বিভাগের টিম মেম্বর মোস্তাফিজুর রহমান।
 
নিয়মিত দেওয়া হচ্ছে ‘বাংলানিউজ-রকমারি গ্রন্থমেলা ‘সেরা ক্রেতা’ পুরস্কার। মাসব্যাপী মেলায় বই কেনার খুশির মাত্রা আরেকটু বাড়িয়ে দিতেই এমন আয়োজন। মেলায় ঘুরতে আসা বইপ্রেমীদের এক বা একাধিক ব্যক্তির গ্রুপ বা পরিবারের সদস্যদের বইয়ের প্রতি ভালোবাসাকে সম্মান জানাতে অনলাইন বুক শপ www.rokomari.com ও বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র উদ্যোগে প্রতিদিন দেওয়া হবে ৫০০ টাকার বই পুরস্কার।

বিজয়ীর জন্য আরও থাকছে পরবর্তী ছয় মাসে রকমারি থেকে কেনা যেকোনো বইয়ের ফ্রি শিপিং।

রকমারি বাংলানিউজ বইমেলা প্রতিদিনের সেরা ক্রেতা পুরস্কার চলবে মেলার শেষ দিন পর্যন্ত। চাইলে আপনিও বেশি বেশি বই কিনুন, পুরস্কার জিতুন। আর মেলায় আপনাকেই খুঁজে বের করবে বাংলানিউজ।
 
বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
আইএ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।