অমর একুশে গ্রন্থমেলা থেকে: কর্মদিবসের শুরু হলেও ভালোবাসা দিবসে অঘোষিত ছুটির আমেজ তরুণ-তরুণীদের মধ্যে। শুরুতেই তাই ভিড় জমেছে অমর একুশে গ্রন্থমেলায়।
রোববার (১৪ ফেব্রুয়ারি) মেলার ১৪তম দিনটি বিশ্ব ভালোবাসা দিবস বলে শুধু প্রেমিক যুগল নন, সপরিবারে ভালোবাসা বুকে গ্রন্থমেলায় ভিড় করছেন অনেকে।
লাল রঙের পোশাকে মাথায় ফুলের রিং পরে ঘুরে বেড়াচ্ছেন তরুণীরা। তরুণদেরও দেখা মিলছে লাল রঙের পাঞ্জাবিতে। ঘুরে দেখে তারা বই কিনছেন প্রিয় মানুষদের জন্য।
বেশ ক’টি জনপ্রিয় প্রকাশনীর স্টলে ভিড় জমতে থাকে বিকেলে ফটক খোলার কিছু পর থেকেই। ‘উপহার হিসেবেই আজ বই বিক্রি বেশি হবে’- বলছেন অন্যপ্রকাশ স্টলের কর্মীরা।
তারা জানান, হুমায়ূন আহমেদের দেয়াল, বাদশাহ নামদার, লীলাবতীর মৃত্যু এবং জ্যোৎস্না ও জননীর গল্প বিক্রি হয়েছে বেশি।
লেখক ইমদাদুল হক মিলনের অভিজ্ঞতাও চমৎকার। যারা তার কাছে এটুকু সময়ে অটোগ্রাফ নিতে এসেছেন, বেশিরভাগই নিজের নামটি নয়, প্রিয় কোনো মানুষের নামটি জানিয়ে তার জন্য শুভকামনা করাতে চাইছেন।
শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত রাস্তাটি বন্ধ রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্দেশে। এটুকু পথ আগতদের হেঁটে পার হতে হচ্ছে। তা নাহলে মেলায় লোক সমাগম এদিনে আরও বেশি হতো বলে মনে করছেন বর্ণপ্রকাশ স্টলের কর্মীরা।
বিকেল ৩টায় শুরু হওয়া এদিনের মেলা চলবে রাত ৮টা পর্যন্ত। বিকেল ৪টা থেকে গ্রন্থমেলার মূলমঞ্চে আয়োজন চলছে ‘বাংলাদেশে রবীন্দ্রচর্চা: অতীত থেকে বর্তমান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপনে অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, আলোচনায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, অধ্যাপক করুণাময় গোস্বামী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান থাকছেন। সভাপতিত্ব করছেন অধ্যাপক গোলাম মুরশিদ।
এছাড়া প্রতিদিনের মতোই সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
একইসঙ্গে বিকেল ৪টায় বাংলা একাডেমির শামসুর রাহমান সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে বিরূপাক্ষ পাল রচিত ‘সিডনির পথে পথে’ বইটির প্রকাশনা উৎসব।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এসকেএস/এএ