ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

বইমেলায় বনভোজন!

সাজেদা সুইটি, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
বইমেলায় বনভোজন! ছবি: জি এম মুজিবুর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অমর একুশে গ্রন্থমেলা থেকে: বইমেলায় বনভোজন! শুনতে একটু অদ্ভুত শোনালেও সেটিই হয়েছে। ‘পিকনিক কোথায় হবে’, এমন জিজ্ঞাসায় শিক্ষার্থীরা বেছে নিয়েছেন প্রাণের মেলাকেই।

যদিও ভোজনপর্বটি মেলাপ্রাঙ্গণে নয়।
 
গাজীপুরের ওয়েস্টার্ন গ্রামার স্কুল অ্যান্ড কলেজের ৩৫ শিক্ষার্থীকে নিয়ে বনভোজনে এসেছেন পাঁচ শিক্ষক। মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে পাওয়া গেলো তাদের।    
 
শনিবার (২০ ফেব্রুয়ারি) মেলার ২০তম দিনের সকালে মেলায় ঢোকেন তারা। বাসে আসার সময়টিতে সবাই নাস্তা সেরে নেন। মেলায় এসে যে যার পছন্দের বই কিনে, ঘুরে-ফিরে দুপুরের খাবার বাসেই হবে।
 
খাওয়ার সময় হয়েছে বলে শিক্ষকরা তাড়া দিলেও বই কেনায় মনোযোগী অষ্টম শ্রেণির ছাত্রী সুমী। জানালো, মেলার শুরু থেকেই এ দিনটির অপেক্ষায় ছিলো সে।  
 
শিক্ষকরা লক্ষ্য রাখছেন কেউ যেনো হারিয়ে না যায়, কিছুক্ষণ পরপর তাদের খাবার পানি দিচ্ছেন তারা।
 
শিক্ষক আয়েশা সিদ্দিকা ও আবদুল কাইয়ূম বাংলানিউজকে জানান, স্কুল থেকে প্রতিবারই কোথাও না কোথাও একবার পিকনিকে নেওয়া হয়। এবার তারা শিক্ষার্থীদের কাছে জানতে চেয়েছিলেন। তাদের মতের প্রাধান্যেই এখানে আনা হয়েছে।
 
আয়েশা বলেন, বইয়ের প্রতি তাদের আগ্রহ বাড়াতে চাই আমরা। ঘুরে-ফিরে ভালো একটা অভিজ্ঞতা হবে, ভালো একটা স্মৃতি থাকবে আজীবন- এটাইবা কম কী?

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এসকেএস/এসএস

** প্রধানমন্ত্রীর বইয়ে ব্যাপক পাঠক আগ্রহ
** বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কেনার হিড়িক
** রোদতপ্ত গ্রন্থমেলায় একটু ছায়ার খোঁজ
** ছুটির সকালে মেলায় শিশুপ্রহরের আমেজ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।