ঢাকা: বাঙালির মুক্তির সনদ ৬ দফার পঞ্চাশ বছর পূর্তিতে বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে ড. হারুন-অর-রশিদের নতুন বই ‘আমাদের বাঁচার দাবি’ ৬ দফা’র ৫০ বছর।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম বিষয়টি জানান।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, ছয়টি অধ্যায়, ১২টি পরিশিষ্ট ও ৭টি আলোকচিত্র নিয়ে বইটি রচিত হযেছে। এতে ৬-দফা কর্মসূচির স্বল্প ও দীর্ঘ মেয়াদি পটভূমি, বঙ্গবন্ধুর রাষ্ট্রচিন্তা, ১৯৬৬ সাল থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা/গান ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’ বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে গৃহীত হওয়ার ইঙ্গিতসহ অনেক নতুন তথ্য উঠে এসেছে।
১৬০ পৃষ্ঠার বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। অমর একুশে গ্রন্থমেলায় বাংলা একাডেমির স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এমএ/