বইমেলা থেকে: বইমেলার দুই অংশ বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দীতে জমে থাকা পানি পাম্প দিয়ে কিছুটা নিষ্কাশন করলেও কাদা-পানি-গর্ত রয়েই গেছে। এ অবস্থার মধ্যেই খুলেছে মেলার গেট।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মেলার ২৪তম দিন বিকেল সাড়ে ৫টার দিকে প্রবেশদ্বার খুলে দেওয়া হয়।
প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে বাইরে অপেক্ষমাণ বইপ্রেমীরা একে একে ঢুকতে শুরু করেন প্রাঙ্গণে। তবে যারা ঢুকছেন তাদের বেশ বেগ পেতে হচ্ছে, সমস্যা হচ্ছে হাঁটা-চলায়।
এছাড়া মেলার মূলমঞ্চের আলোচনা সরিয়ে আগে আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে হবে ঘোষণা দিলেও এখন তা শহীদুল্লাহ ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হচ্ছে। আর সংগীত আয়োজন হবে শামসুর রাহমান মিলনায়তনে।
এর আগে শিলা ও ঝড়ো বৃষ্টির কারণে মেলা প্রাঙ্গণ এবং স্টলগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় মেলা আড়াই ঘণ্টা বন্ধ রাখা হয়।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এডিএ/আইএ/এএ