ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

ফাহিম হাসানের কাব্যগ্রন্থ ‘বোকা ভাল্লুকের ডায়েরী’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
ফাহিম হাসানের কাব্যগ্রন্থ ‘বোকা ভাল্লুকের ডায়েরী’

ঢাকা: অমর একুশে বইমেলায় এসেছে ফাহিম হাসানের কাব্যগ্রন্থ ‘বোকা ভাল্লুকের ডায়েরী’।

এই শহরে হঠাৎ বোকা বনে যাওয়াটা প্রায় সবারই এক অদ্ভূত নিয়তি।

প্রতিনিয়ত তবুও ছুটে চলা অজানা গন্তব্যে। চেনা পথের ও চেনা মুখের হঠাৎ বাঁক বদল যেন নৈত্য নৈমিত্তিক ব্যাপার। ঘটে যাওয়া জীবনের এসব ঘটনাকেই প্রতিপাদ্য করে রচিত হয়েছে কাব্যগ্রন্থটিতে ঠাঁই পাওয়া কবিতাগুলো।

ভাষাচিত্র প্রকাশ করেছে ‘বোকা ভাল্লুকের ডায়েরী’। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে ভাষাচিত্রের ৪১৫-৪১৬ নম্বর স্টল ও অনলাইন বুকশপ ‘রকমারি.কম’ থেকে সংগ্রহ করা যাবে বইটি। এর মূল্য ধরা হয়েছে ১০০ টাকা।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।