ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

রাজউক উত্তরা মডেল কলেজে শুরু হচ্ছে বইমেলা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
রাজউক উত্তরা মডেল কলেজে শুরু হচ্ছে বইমেলা

ঢাকা: দেশের শীর্ষস্থানীয় প্রকাশকদের আয়োজনে ‘কৈশোর তারুণ্যে বই’ স্লোগানে আগামী শনিবার (২৩ জুলাই) থেকে রাজউক উত্তরা মডেল কলেজে অডিটোরিয়ামে শুরু হতে যাচ্ছে তিনদিনব্যাপী বইমেলা।

 

বৃহস্পতিবার (২১ জুলাই) এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়, বইমেলার সমন্বয়ক অ্যাডর্ন পাবলিকেশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজ অডিটোরিয়ামে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, প্রফেসর সৈয়দ মনজুরুল ইসলাম, কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল এম. এম. সালেহীন এনডিসি, পিএসসি, কথাসাহিত্যিক আনিসুল হক, কথাসাহিত্যিক তুষার আবদুল্লাহ প্রমুখ।

শিশু-কিশোরদের বইয়ের বিপুল সমাহার নিয়ে বইকেন্দ্রিক নানা আয়োজনে থাকছে বইমেলায়। ছাত্র-ছাত্রীদের বই পড়ার অভিজ্ঞতা, গল্প বলার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ছাড়াও বইমেলায় থাকবে পড়ুয়া শিশু-কিশোরদের সঙ্গে লেখক-শিল্পীদের শুভেচ্ছা বিনিময়সহ বইকেন্দ্রিক আরো কর্মসূচি।

বইমেলায় অংশ নিচ্ছে অনন্যা,অনুপম প্রকাশনী, অ্যাডর্ন পাবলিকেশন, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, ইকরিমিকরি, কাকলী প্রকাশনী, জাগৃতি প্রকাশনী, প্রথমা প্রকাশন, বিশ্বসাহিত্য কেন্দ্র, বেঙ্গল পাবলিকেশন্স, ভাষাচিত্র ও সময় প্রকাশন।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
জিসিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।